পৌর মেয়রসহ দিনাজপুরে ৭ জন কোয়ারেন্টাইনে
দিনাজপুরে বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকারসহ ৬ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ৩ জন ভারত, ১ জন সৌদি আরব, ১ জন সিঙ্গাপুর এবং ১ জন মালেয়েশিয়া থেকে দেশে এসেছেন। এসব ব্যক্তিরা এ মাসের ১০ থেকে ১৬ তারিখের মধ্যে দেশে আসেন।
এরমধ্যে পৌর মেয়র ১২ তারিখে ভারত থেকে বিরামপুরে আসেন। বুধবার ৫ জনের নিজ এলাকায় আসার খবর পেয়ে ইউএনও মো. তৌহিদুর রহমান, ওসি মো. মনিরুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী ওইসব ব্যক্তিদের বাড়িতে যান। বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে আসেন। সেইসঙ্গে তারা হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানলে বিষয়টি প্রশাসনকে অবগত করতে প্রতিবেশীদের তাগিদ দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার গত ১২ মার্চ ভারত থেকে দেশে ফেরেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না। ১৮ মার্চ বুধবার মেয়র লিয়াকত আলী সরকারের সর্দি ও কাশি দেখা দিলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
এদিকে দিনাজপুরে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-১৩। র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তারা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালায়। অভিযানকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অতিরিক্ত মুনাফাখোর দোকানীদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির প্রমাণ হাতে-নাতে পাওয়ায় মো. লাবলু মিয়া (৫৫), পলাশ কুন্ডু (২৯), সুরুজ পারভেজ সুজন (২৮), দীপ্ত ঘোষকে (২২) ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।