পুলিশের সাথে বাগবিতণ্ডার অভিযোগে আইনজীবী আটক

December 12 2019, 06:55

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের গেটে পুলিশের সাথে বাগবিতণ্ডার অভিযোগে এক আইনজীবীকে আটক করা হয়েছে। তার নাম মো. ফায়জুল্লাহ। বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে সুপ্রিম কোর্টের গেটে তল্লাশির সময় তাকে আটক করে পুলিশ।

সুপ্রিম কোর্টের গেটে পুলিশের নিরাপত্তা এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘স্বাভাবিকভাবেই কোর্টে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হয়ে ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ সময় একজনকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি পরিচয় না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করেন- আপনি কে আমার পরিচয় জানার? আপনাদের সাথে কি কোর্ট সংশ্লিষ্ট কেউ আছেন? আমি কে আপনারা চেনেন না? আজই কি এখানে নতুন ডিউটি করছেন?’

তিনি বলেন, ‘এই ঘটনার পর তিনি বাকবিতণ্ডা শুরু করেন এবং পরিচয় না দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাকে পুলিশি হেফাজতে নে0য়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি জানান, গোয়েন্দা তথ্য রয়েছে, দুষ্কৃতকারীরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আদালতের ভেতরে প্রবেশ করতে পারে। তিনি একজন আইনজীবী এটাও তিনি বলেননি। কোনো পরিচয় দেননি। উল্টো বাকবিতণ্ডা করে গেটে শৃঙ্খলা নষ্ট করেন।