পিছিয়ে পড়েও জিতলো বার্সেলোনা

December 17 2020, 05:30

 

স্প্যানিশ লা লিগার ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। শুরুতে তারা পিছিয়ে পড়েছিল। এরপর অবশ্য জয় তুলে নিয়েছে ২-১ ব্যবধানে।

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে তাদের। ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে ১৩ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদ রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

বার্সেলোনার মাঠে ম্যাচের ২৭ মিনিটে ব্রাজিলিয়ার স্ট্রাইকার উইলিয়ান হোসে কাছ থেকে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে নেন। তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি বার্সা। ৩১ মিনিটের মাথায় দারুণ বোঝাপোড়ায় দুর্বল ডান পায়ের শটে বক্সর বাইরে থেকে বল জালে জড়ান জর্ডি আলবা। তাতে ম্যাচে ফেরে সমতা। বিরতিতে যাওয়ার আগে বার্সেলোনাকে এগিয়ে নেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ৪৩ মিনিটে জর্ডি আলবার ক্রস থেকে গোল করেন তিনি।

যদিও গোলটি প্রথমে দেননি রেফারি। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় গোলটি পেয়ে যায় বার্সা। তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর অবশ্য আর কোনো গোল হয়নি। জয়ের জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি অবশ্য মেসি-গ্রিজমানদের।