পিএসজির সঙ্গে ডি মারিয়ার নতুন চুক্তি
ফ্রেঞ্চ ক্লাব পিএসজি আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার সঙ্গে আরো এক বছর চুক্তি করেছে। নতুন চুক্তির বিষয়টি শুক্রবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। যা বলবৎ থাকবে ২০২২ সাল পর্যন্ত।
ডি মারিয়ার সঙ্গে বর্তমান চুক্তি চলতি মৌসুমেই শেষ হওয়ার কথা ছিলো পিএসজির। তার আগেই আরো এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলো দু-পক্ষ।
২০১৫ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে চলে আসেন তিনি। এরপর পারফরমেন্স দিয়ে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েন ডি মারিয়া। এখন পর্যন্ত পিএসজির জালে ৮৭ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। আর করিয়েছেন ৯৯টি গোল। যা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। স্যাফেত সুসিচের সর্বোচ্চ ১০৩টি অ্যাসিস্ট আছে পিএসজির হয়ে।
এদিকে গুঞ্জন আছে আসছে মৌসুমেই বার্সেলোনা ছেড়ে পিএসজি আসেছেন মেসি। এমনটা হলে এই দুই আর্জেন্টাইনকে একত্রে দেখা যাবে ক্লাবটির জার্সিতে।