পাপুল বিদেশি হলে তার পদ খালি করে দিতে হবে: প্রধানমন্ত্রী

July 08 2020, 08:59

মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহিদ ইসলাম পাপুলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সে কুয়েতের নাগরিক কি না, সে বিষয়ে কুয়েতের সাথে আমরা কথা বলছি। যদি এটা (কুয়েতের নাগরিক) হয়, তার পদ খালি করে দিতে হবে। সবকিছু আইন অনুযায়ী চলবে।’

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস‌্য হারুনুর রশীদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে সাতদিন বিরতির পর সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী বললেন, ‘পাপুল কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। সে আমাদের নমিনেশন চেয়েছিল, কিন্তু তাকে নমিনেশন দেওয়া হয়নি। সে স্বতন্ত্র নির্বাচন করেছে। আসনটি জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির যে ব‌্যক্তি নমিনেশন পেয়েছিল, সে নির্বাচন করেনি। এর ফলে ওই লোকটি জিতে আসে। এরপর তার স্ত্রীও যেভাবেই হোক সংসদে আসে। এখানে আমাদের করার কিছু নেই।’