পাপনের ফোন ধরছে না ক্রিকেটাররা

October 23 2019, 12:38

‘আমরা বলছি, সবগুলো দাবি মানার মতো, এটা কোনো সমস্যাই না। এলেই শেষ। তারপরও আমরা যোগাযোগ করছি, তারা ফোন ধরছে না। ওরা কোনো যোগাযোগ করছে না। তাহলে করবটা কী বলেন?’

ক্রিকেটারদের সাথে দাবি দাওয়া নিয়ে যোগাযোগের বিষয়ে বুধবার এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, বোর্ড চায় আলোচনার মাধ্যমে সমাধানে পৌছতে। এসময় আবারো তিনি এই ধর্মঘটের নেপথ্যে ‘ষড়যন্ত্রের’ কথা বলেন।

ক্রিকেটারদের আকস্মিক ধর্মঘট নিয়ে আলোচনার জন্য বুধবার দুপুরের পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন পাপন।
বিকাল ৩টায় গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘আমরা খেলোয়াড়দের সব দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের পরেও ফোন ধরছে না।

এদিকে বিকেলে ক্রিকেটাররা সংবাদ সম্মেলনের জন্য গুলশান-২ এলাকার একটি হোটেলে জড়ো হয়েছেন বলে জানা গেছে।

সাকিব আল হাসানের নেতৃত্বে সোমবার ক্রিকেটাররা ধর্মঘটের ঘোষণা দেয়ার পরদিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি। তবে তিনি এও জানান যে, বিষয়টি নিয়ে বোর্ড আলোচনায় প্রস্তুত। এরপর বুধবারও তিনি একই কথা বলেন।
আলোচনা কী নিয়ে হতে পারে- জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘এখানে সমাধান তো দেওয়াই। আমি তো কালকেই বললাম, ওদের কোন দাবিটা আছে? এখানে এমন কোনো দাবি নেই, যেটা মানা যাবে না। দাবি নিয়ে আসলেই সাথে সাথে শেষ। ওদের আসতে হবে তো।’

ধর্মঘটের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে আবারও দাবি করেন বিসিবি সভাপতি।

‘এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে। আমার ধারণা, বেশিরভাগ প্লেয়ারই হয়ত জানে না। এটার মধ্যে ডেফিনেটলি একটা ষড়যন্ত্র আছে, তাতে কোনো সন্দেহ নেই।’