পাকিস্তানে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৮

February 18 2020, 09:15

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার জেলা আদালত ও প্রেস ক্লাবের কাছে সোমবার এক আত্মঘাতী হামলায় দু’জন পুলিশ ও লেভিস ফোর্সের এক সদস্যসহ আটজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

কোয়েটার পুলিশ প্রধান ডিআইজি আবদুল রাজ্জাক চিমা বলেছেন, আত্মঘাতী হামলাকারী পুলিশি বাধা পেরিয়ে একটি সমাবেশে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা কর্মীদের প্রতিরোধের মুখে আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দেয়। এসময় বিস্ফোরণে আটজন প্রাণ হারায় এবং ২০ জন আহত হয়েছেন।

গভীর রাত অবধি কেউ আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ কর্মকর্তা বলেন, হজরত আবু বকর রা. মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের বাইরে (আহলে সুন্নাত ওয়াল জামাত) সমাবেশ হচ্ছিল। তাদের লক্ষ করেই আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ডিআইজি চিমা বলেন, সমাবেশ চলাকালীন নিরাপত্তার স্বার্থে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। এসময় একজন যুবক পায়ে হেটে সমাবেশে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাতে বাধা দেয়। এসময় যুবকটি আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। ডন।