পশ্চিমবঙ্গে আমফানের ব্যাপক তাণ্ডব, চলছে ধ্বংসলীলা

May 20 2020, 13:54

ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবলীলা। ঘরবাড়ি ভাঙছে, উপড়ে পড়ছে গাছপালা, উপকূল এলাকায় বাড়ছে জলোচ্ছ্বাস।

বুধবার বিকালে প্রবল বেগে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার এক দিক দিয়ে স্থলভাগে ঢুকে পড়ছে বলে খবর প্রকাশ করছে আনন্দবাজার পত্রিকা।

ঝড়ের দাপটে বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। কোথাও গাছ ভেঙে পড়ছে। কোথাও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাবাড়ি।

ঝড়ের দাপট থেকে রক্ষা পায়নি শহর কলকাতাও। বিকাল ৪টা নাগাদ শহরে ঝড়ের দাপট ১০০ পেরিয়ে যায়। যদিও তার ঢের আগে থেকেই শহরের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়তে শুরু করে। ভেঙে পড়ে রাস্তার পাশের বাতিস্তম্ভও।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই। ইউএনবি।