পশ্চিমতীরকে ইসরাইলে অন্তর্ভুক্তির ঘোষণা নেতানিয়াহুর

March 03 2020, 08:00

আসন্ন জাতীয় নির্বাচনে আবারো বিজয়ী হলে দখলকৃত পশ্চিমতীরকে ইহুদি রাষ্ট্র ইসরাইলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার (১ মার্চ) দেশটির পাবলিক রেডিওতে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেছেন, জর্দান উপত্যকা ও পশ্চিমতীরের বাকি অংশগুলোকে একত্রীকরণ বরাবরই আমার চারটি অগ্রাধিকারের মধ্যে শীর্ষে ছিল। নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্তে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, জয়লাভের পর প্রতিশ্রুতিটি বাস্তবায়নে সর্বোচ্চ দুই মাস সময় নেয়া হবে।

তাছাড়া ইসরাইল-মার্কিন মানচিত্র প্রণয়ন কমিটি এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা গোটা বিশ্বে সমালোচনার জন্ম দেয়। যেখানে ইহুদি রাষ্ট্রটিকে দখলকৃত অঞ্চলগুলো তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সবুজ সঙ্কেত দেয়া হয়।

উল্লেখ্য, এক বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিলো ইসরাইলি জনগণ। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত দু’টি নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কেউ নতুন করে সরকার গঠন করতে পারেনি। তবে গত নির্বাচনগুলোর মতো এবারো প্রতিদ্বন্দ্বিতার শীর্ষে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পার্লামেন্টের মোট ১২০টি আসন রয়েছে। টাইমস অব ইসরাইল।