পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করতে যাচ্ছেন। স্বাস্থ্যগত কারণে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন তার পার্টির কর্মকর্তারা।
তিনি বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিস, একটি প্রদাহজনক অন্ত্রের রোগে ভুগছেন। কিন্তু সম্প্রতি তার অবস্থা আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলনে করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।