নেভাদার ভোট ব্যবস্থা আইনি চ্যালেঞ্জের জন্য বেশ দুর্ভেদ্য : অ্যাটর্নি জেনারেল

November 05 2020, 16:12

নেভাদায় নির্বাচনের ফল সামান্য ব্যাধানে ঝুলে আছে, যদিও ভোট গণনা এখনো চলছে। অনিয়মের অভিযোগ তুলে ট্রাম্পের শিবির এরইমধ্যে চারটি রাজ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

কিন্তু নেভাদার অ্যাটর্নি জেনারেল অ্যারন ফোর্ড বলেছেন, অঙ্গরাজ্যটি কোনো আইনি পদক্ষেপ নিয়ে ভাবছে না। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে বলতে হয় যে, এখানকার ভোট ব্যবস্থা বেশ দুর্ভেদ্য।

বুধবার বিবিসিকে ফোর্ড বলেছিলেন, সব ধরণের প্রমাণ এটা নিশ্চিত করেছে যে, অঙ্গরাজ্যটি অবাধ, নিরাপদ এবং সুরক্ষিত নির্বাচন অনুষ্ঠিত করেছে।

“আমরা জানতাম যে এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ কিন্তু এটি কাজ করছে, ডেমোক্র্যাটরা বলছে।

“এতে কিছুটা সময় লেগেছে কারণ জালিয়াতি প্রতিহত করতে আমরা প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করেছি- যেমন স্বাক্ষর যাচাই, ইউনিক বারকোডসহ অন্যান্য পদক্ষেপ নেয়া হয়েছে।

পোস্টাল ব্যালট গণনা কীভাবে করা হবে সে বিষয়েও বিস্তারিত বর্ণনা দেন তিনি।

“এই ব্যালটগুলো স্থানীয় কাউন্টি রেজিস্ট্রার এর কাছে পাঠানো হয়েছে এবং তারা স্বাক্ষর যাচাই করে দেখেছে এবং তারা একটি গণনা পদ্ধতির মধ্য দিয়ে গেছে যা আবার দ্বিপক্ষীয় নির্বাচন পর্যবেক্ষকদের দল পর্যবেক্ষণ করেছে, বিবিসিকে তিনি বলেন।

“প্রতিটি পর্যায় এবং ধাপে যাচাই প্রক্রিয়া কার্যকর ছিল যা আমাদের নির্বাচনের সুষ্ঠুতা রক্ষা করেছে।

নির্বাচনের দিন, নেভাদার এক বিচারক লাস ভেগাস এলাকায় আগাম ভোট গণনা বন্ধের দাবিতে রিপাবলিকানদের আনা একটি মামলা প্রত্যাখ্যান করেছিলেন। যে মামলায় নির্বাচন পর্যবেক্ষণ এবং মেইলে পাঠানো ব্যালট প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল।

নেভাদার কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরবর্তী ফল ঘোষণা করা হতে পারে।

সূত্র : বিবিসি