নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

October 26 2020, 13:20

নেত্রকোনা দুর্গাপুরের ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় জুম্মান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় রিকশার অপর দুই যাত্রী সাইফুল ইসলাম (১২) ও আজিজুল ইসলাম (৪০) আহত হন। তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শিবগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু খুজিউড়া গ্রামের মোবারকের ছেলে। এ ঘটনায় ঘাতক চালক মামুনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া বাজার থেকে অটোরিকশার যাত্রী নিয়ে শিবগঞ্জ বাজারে যাচ্ছিল মামুন। পথে আইডিয়াল স্কুলের সামনে রাস্তার পাশেই থাকা জুম্মানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে পড়ে যায় রিকশাটি। এতে পথচারীর জুম্মানসহ রিকশার যাত্রীরাও আহত হয়।
স্থানীয়রা এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুম্মানকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি তদন্ত মীর মাহবুবুর রহমান জানান, আমরা ঘটনার পরপরই অটো রিকশার চালককে আটক করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।