নেত্রকোনায় শিশু ধর্ষিত : দুই বখাটে আটক

নেত্রকোনায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল (২০) ও স্বাধীন (২০) নামে দুই তরুণকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড় গাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান জানান, ধর্ষিতার বাবা বাদি হয়ে রুহুল আমিন ও স্বাধীন নামে ওই দুই ধর্ষককে আসামি করে সোমবার নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
রোববার রাত ১২টার দিকে নেত্রকোনা বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রুহুল আমীন ও স্বাধীনকে আটক করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।