নেত্রকোনায় শিল্পকলা একাডেমির সচেতনতামূলক প্রচার

May 11 2021, 09:13

নেত্রকোনায় করোনাভাইরাস প্রতিরোধে চলমান রয়েছে সচেতনতামূলক প্রচার-প্রচারণা। জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমির আয়োজনে গানে ও আলোচনায় এ প্রচার চলছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের কালিবাড়ি মোড় থেকে শুরু হয় প্রচার ও মাস্ক বিতরণ। পরে সদর উপজেলার জামধলা বাজারসহ বিভিন্ন হাট বাজারে এই প্রচার চালানো হয়। এসময় মাস্কবিহীন বাইরে বের হওয়া নিয়ে নানা সচেতনতামূলক গান পরিবশেন করা হয়। পাশাপাশি মাস্কবিহীন মানুষদেরকে পথেই মাস্ক পরিয়ে দেয়া হয়।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এই প্রচার কার্যক্রমে সাংস্কৃতিক ও সামজিক নেতৃবৃন্দ অংশ নেন। কালিবাড়ি মোড়ে কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মহর দত্ত, সাংবাদিক আলপনা বেগম, উদীচীর সাধারণ সম্পাদক অসীত ঘোষসহ অন্যরা। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। জেলার বিভিন্ন সংগঠন প্রতিদিন এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।