নেত্রকোনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
নেত্রকোনার শ্যামগঞ্জ দুর্গাপুর সড়কে পূর্বধলার ব্রাহ্মনখালি এলাকায় সিএনজি ও ট্রাকের সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজি চালক তারা মিয়া। পুর্বধলার বিশকা গ্রামের তারা মিয়াকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করর স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস মিয়া জানান, শনিবার সকালে একটি সিএনজি মালামালসহ একজনকে নিয়ে দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সাথে ব্রাহ্মনখালি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ব্যক্তি মারা যান। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা সিএনজি চালক তারা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো ছায়দুল্লাহ জানান, একজন ঘটনাস্থলেই মারা গেছেন। সিএনজিতে আটকে থাকা অপরজনকে উদ্ধারে সদরের টিম গিয়েছে।