নিম্ন আদালতে ফৌজদারি মামলা করা যাবে: সুপ্রিম কোর্ট
এখন থেকে নিম্ন আদালতে সব ধরনের নালিশী মামলা (ফৌজদারি মামলা) করা যাবে। করোনার কারণে প্রায় চার মাস বন্ধ ছিল এ কার্যক্রম।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন আদালতে ফৌজদারি মামলা দাখিল করা যাবে।
রোববার (১২ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে এ সার্কুলার জারি করা হয়। সার্কুলারে আদালত পরিচালনার সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১০ মে থেকে করোনা পরিস্থিতিতে নিম্ন আদালতসমূহে জামিন শুনানি চলমান রয়েছে। এছাড়া, সম্প্রতি একটি সার্কুলারের মাধ্যমে এসব আদালতে দেওয়ানি মামলা ও আসামিদের আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছে।