নালিতাবাড়ীতে সিদ্দিক ও নকলায় লিটন নৌকার মেয়র প্রার্থী

December 27 2020, 04:17

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক ও নকলায় বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ৬৪টি পৌরসভার প্রার্থী ঘোষণা করেন। তৃতীয় দফায় ৬৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি।