নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লো ৫০ বছরের পৌঢ়

December 14 2019, 14:12

বরগুনার পাথরঘাটায় আপত্তিকর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি বাসা থেকে আব্দুস ছালাম ওরফে ম্যাট ছালাম (৫০) নামের এক ব্যক্তিকে নারীসহ আটক করার অভিযোগ উঠেছে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার বেলা দেড়টার দিকে পাথরঘাটা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।

আটক আব্দুস ছালাম উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণঘাটা এলাকার মৃত হাসেম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আযানের পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে ছালামের নিজের একটি পরিত্যক্ত ঘরে ওই নারীকে যেতে দেখে। অনেক সময় হয়ে যাওয়ার পরেও ওই ঘর থেকে বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে ওই ঘরে খোঁজ গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধরে ফেলে। পরে তারা পাথরঘাটা থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে আটকের পরে দুই পরিবারের লোকজন এসে বিয়ে দিবে এই মর্মে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।