নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টসকর্মীর পরিবারে ৫ করোনা রোগী

April 14 2020, 16:07

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গার্মেন্টসকর্মীর পরিবারে পাঁচ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে গার্মেন্টসকর্মীর শরীরে গত শনিবার করোনা শনাক্ত হয়। বাকি চারজনের শরীরে করোনা শনাক্ত হয় মঙ্গলবার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার করোনা কুইক রেসপন্স টিম গত রোববার আট ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠায়। পরীক্ষা শেষে মঙ্গলবার ওই আট ব্যক্তির মধ্যে চারজনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। বাকি জনের করোনা পাওয়া যায়নি। এ চারজন নিয়ে গোবিন্দগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচে।

জানা যায়, গোবিন্দগঞ্জে প্রথম করোনা শনাক্ত হয় গত শনিবার। নতুন করে আক্রান্ত চারজন করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির স্ত্রী, কলেজ পড়ুয়া ছেলে ও দুই ভাই। তারা শালমারা গ্রামের বাসিন্দা। প্রথম শনাক্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত। তিনি একটি গার্মেন্টস্ কারখানায় চাকরি করেন। গত ২৬ মার্চ তিনি তার গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে তার করোনা ভাইরাস ধরা পড়ে। তিনি বর্তমানে গাইবান্ধার আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। নতুন করে আক্রান্ত দুইজনকেও গাইবান্ধার আইসোলেশনে সেন্টারে রাখা হয়েছে। বাকি দুইজন তাদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।