নারায়ণগঞ্জে মসজিদে বিদ্যুতের স্পার্ক থেকে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি
নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদের কলাম তৈরির সময় গ্যাস পাইপের র্যাপিং নষ্ট হওয়ায় মাটির সংস্পর্শে এসে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই লিকেজ থেকে গ্যাস জমে যায়। যে কারণে বিদ্যুতের স্পার্ক থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করছে তিতাস গ্যাসের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মসজিদে বিস্ফোরণের ঘটনায় গঠিত তিতাস গ্যাসের তদন্ত কমিটির রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, মসজিদ কমিটি নিজ উদ্যোগে পাইপ সরিয়ে নিয়ে পুরনো লাইন মাটি চাপা দিয়েছে।
গত ৪ সেপ্টেম্বর রাতে বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। ভয়াবহ ওই ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তদন্তে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপকের (আব্দুল ওহাব) নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরে আরও চার কর্মদিবস বাড়ানো হয়। এই ঘটনায় তিতাসের ফতুল্লা আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, দুজন প্রকৌশলী ও জরুরি রেসপন্স টিমের ৪ জন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।