নারায়ণগঞ্জে একযোগে ৪৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

January 02 2020, 09:08

ছরের প্রথম দিনেই নারায়ণগঞ্জ জেলার সাত থানার ৪৮ জন পুলিশ কর্মকর্তাকে বদ‌লি করা হ‌য়ে‌ছে। এসব কর্মকর্তার মধ্যে একজন পরিদর্শক, ২২ জন এসআই ও এএসআই, বাকি ২৫ জন কনস্টেবল। জেলায় এই প্রথম একসাথে এতসংখ্যক পুলিশ কর্মকর্তার বদলির ঘটনা ঘটলো।

বদলিকৃতদের মধ্যে আছেন- সোনারগাঁও থানার ১৪, রূপগঞ্জ থানার ১৪, আড়াইহাজার থানার ৭, ফতুল্লা থানার ৭, বন্দর থানার ৩, সিদ্ধিরগঞ্জ থানার ২, সদর মডেল থানার একজন পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, বদ‌লি রু‌টিন ওয়ার্ক। দেখা যাচ্ছে, প্রয়োজনের তুলনায় কিছু কিছু থানায় অতিরিক্ত অফিসার রয়েছেন। কিন্তু সে তুলনায় ডিবি, ডিএসবিতে লোক সঙ্কট। তাই থানা থেকে লোক সরিয়ে এনে যেখানে সঙ্কট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হবে।

তিনি আরো জানান, যাদের বদলি করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই বদলি পুলিশের চলমান প্রক্রিয়া।

সোনারগাঁ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, কোনো রকম অভিযোগ নয় এই বদলি রুটিনমাফিক করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো: আসলাম হোসেন সাতজন বদলি করা হয়েছে শুনলেও এ সংক্রান্ত কোনো কাগজ তিনি হাতে পাননি বলে জানান।