নান্দাইলে ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষকের কারাদণ্ড

March 10 2021, 14:42

‘পড়া না পারায়’ ময়মনসিংহের নান্দাইলে ১১ বছরের এক শিশুকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এমন অভিযোগে ওই শিক্ষককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শিক্ষক শফিকুল ইসলাম নান্দাইল পৌর শহরের বালিয়াপাড়া এলাকার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। বুধবার দুপুরে এ সাজা দেওয়া হয় বলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদ্রাসার নূরানি বিভাগের এক শিশু শিক্ষার্থীকে পড়া না পারার কারণে বাঁশের তৈরি বেত দিয়ে পিটিয়ে জখম করেন শফিকুল। এতে ছেলেটির শরীরের বিভিন্ন অংশে লালচে ফোলা দাগ হয়ে যায়। পরে তার বাবা বিষয়টি আমাকে জানালে মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।