নানা আয়োজনে হালুয়াঘাটে হানাদার মুক্ত দিবস পালিত

December 07 2020, 17:04

ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে পুরাতন কোর্ট ভবন চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া কামনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম, সহকারি কমিশনার (ভূূমি) তানভীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, মোর্শেদ আনোয়ার খোকনসহ উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তাগণ ।