নাটোরে বাস চাপায় ২ পথচারী নিহত

May 08 2021, 05:31

নাটোর শহরের জজ কোর্ট এলাকায় বাস চাপায় এক স্কুল শিক্ষকসহ ২ পথচারী নিহত হয়েছে। শনিবার (৮ মে) সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে। অন্য পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রাতঃভ্রমণে বের হওয়া ওই স্কুল শিক্ষকসহ এক পথচারী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সময় পথেই তাদের মৃত্যু হয়।