না’গঞ্জ বিএনপির কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

October 23 2019, 12:43

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ভোলায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলে উপর নির্বিচারে পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আয়োজিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে সমাবেশের আয়োজন করে বিএনপি। পুলিশ বিএনপির মানবন্ধনের ব্যানার টেনে ছিড়ে ফেলে এবং এক মিনিটের মধ্যে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহামুদ, সহ সভাপতি মনিরুল ইসলাম রবি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, নজরুল ইসলাম পান্না মোল্লা,এডভোকেট হুমায়ন, আশরাফুল হক রিপন,জেলা ছাত্রদলের সভাপতি, মশিউর রহমান রিপন, গিয়াস উদ্দিন লাভলু,ইমন নয়ন প্রমুখ