নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

June 28 2020, 11:01

নরসিংদীর সদর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক চালক নিহত এবং ১২ যাত্রী আহত হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার নগর পাঁচদোনায় পাঁচদোনা-টঙ্গী সড়কের দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক আনোয়ার হোসেন সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর বাসিন্দা।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, ঢাকা থেকে পিপিএল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদী ফিরছিলো। বাসটি নগর পাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক ঢাকাগামী বাদশা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিপিএল পরিবহনের চালক মারা যায়।

উভয় বাসের আহত ১২ যাত্রীকে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বাস দুটি আটক করেছে।