নবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নমুনা আইইডিসিআরে

March 31 2020, 09:53

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৫৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তি উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া মাছপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার রাত ১২ টার দিকে তিনি রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

তিনি আরো জানান, ৬/৭ দিন ধরে ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। সোমবার রাত ৮ টার দিকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরই তার অবস্থার অবনতি দেখে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সম্প্রতি ইতালি থেকে তার এক প্রতিবেশি বাড়ি ফিরেছেন।