নদীতে ১২০ কেজি ওজনের ডলফিন

December 09 2019, 03:40

যাশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মধ্যে শ্রীহরি নদী থেকে গতকাল রোববার ১২০ কেজি ওজনের একটি ডলফিন মাছ উদ্ধার করেছে গ্রামের কতিপয় ব্যক্তি।

খবর পেয়ে সেখানে যান কেশবপুর উপজেলার মৎস্য অফিসার। এরপর সেখানে আসেন খুলনা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা।

মৎস্য বিশেষজ্ঞ এসব ব্যক্তি জানান, ডলফিনের বিভিন্ন প্রজাতির রয়েছে।এই ডলফিনটি তারই এক প্রজাতির। মাছটি দেখার জন্য অসংখ্য উৎসুক মানুষ সেখানে ভিড় করে। এরপর মাছটি খুলনাতে নিয়ে যান মৎস্য বিভাগের কর্তৃপক্ষ।

উক্ত আগরহাটি গ্রামের জিএম আবুল বাশার জানান, নদীর পানি সকাল সাড়ে ৭টার দিকে ভাটার টানে প্রায় শুকিয়ে যায়। এসময় কাদার উপর মৃত মাছটি দেখে তিনিসহ এলাকার কতিপয় ব্যক্তি সেটি উদ্ধার করে ফেসবুকে পোস্ট দেন। এরপর বিষয়টি জানাজানি হয় ।