নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি, আইসোলেশনে ৮ জন

March 10 2020, 10:37

করোনা ভাইরাসে দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হননি। তবে আইসোলেশনে রাখা হয়েছে আটজনকে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় আরো সাতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে বিদেশ থেকে ফেরা আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে আইইডিসিআরে আয়োজিত সংবাদ সম্মেলনে সবশেষ পরিস্থিতি তুলে ধরেন ডা. সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, এ পর্যন্ত আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত তিনজনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরো বলেন, আমরা বিদেশফেরত আটজনকে আইসোলেশেন ওয়ার্ডে রেখেছি। চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর বাইরে, বিদেশ থেকে যারা আসছেন, তাদের অনেককে আমরা সেলফ-কোয়ারেন্টাইনে থাকতে বলছি, তাদের অনেকে তা মানছেনও। ওই সেলফ কোয়ারেন্টাইনে যারা আছেন, তাদের আইইডিসিআরের হিসাবে ধরা হচ্ছে না।

গত ৮ মার্চ আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন ইতালিফেরত। বাকি একজন পরিবারের সদস্য।