নওগাঁয় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম আত্রাই উপজেলার বাঁকা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, আরিফুল তার ব্যবসায়ীক কাজে পরিবারসহ আত্রাই সদরে থাকেন। বিকেলে তিনি তার গ্রামের বাড়ি উপজেলার বাঁকা গ্রামে যান। রাতের খাবার শেষে আরিফ ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে তার চাচা রেজাউল ইসলাম জেগে দেখেন আরিফুলের দরজা খোলা। আরিফুল ঘরে নেই। এসময় বাইরে বের হলে বাড়ির কাছেই থাকা একটি ড্রামের পাশে আরিফের লাশ পড়ে থাকতে দেখেন।
ওসি আরো জানান, লাশ উদ্ধারের পর মাথার পিছনে ও বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।