নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

April 02 2020, 07:57

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার পত্নীতলা এবং আত্রাই উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পত্নীতলা উপজেলার বালুখা এলাকার মৃত-রফাত উল্লাহ ছেলে জাহিদুল ইসলাম (৩৮) এবং আত্রাই উপজেলার ভর তেতুঁলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার (৩৬)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসলেম উদ্দিন বলেন, উপজেলার তিলাবুদুরি এলাকায় রাত ৩টার দিকে থানা পুলিশে সাথে মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার নিহত হন। এসময় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হন।

নিহত মাদক ব্যবসায়ী ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, উপজেলার দিবর ইউনিয়নের দিবর এলাকায় রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ জাহিদুল ইসলাম নামে আরেক মাদক ব্যবসায়ী নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাসুয়া, ৯৫০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলামের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা রয়েছে।