নওগাঁয় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

April 05 2020, 10:25

 

নওগাঁর পোরশায় খাস পুকুরের পানি সেচকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তালপুকুর গ্রামে।

আহতরা হলেন তালপুকুর গ্রামের আদু বাবুর ছেলে ইদ্রিস (৩০), জাহিদুর (৩৫) ও মোকছেদুল (৪০), মৃত লৎফর সরকারের ছেলে সাহেব বাবু (২৮), মৃত গিয়াশ সরকারের ছেলে শফিকুল ইসলাম (৪০), খাইরুলের ছেলে সাদেকুল (২০), মৃত দোস্ত মোহাম্মেদের ছেলে রমজান (২৫), হাই বাবুর ছেলে শহিদুল (৩৫) ও আনোয়ারুল (৪০),  তাইজদ্দিনের ছেলে মাইনুল (৩০) ও মোজাহারুল (৩৮), আজাদ সরকারের ছেলে সাইফুল (৩৫), জান মোহাম্মাদের ছেলে শাহাজাহান  (৩৫), ফজলুর ছেলে শামসুল (৩০) ও মাইনুলের ছেলে নাইম (২২)।

এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন রমজান, শহিদুল, আনোয়ারুল ও শামসুল। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।