ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিহত ১
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন। আহত হয়েছেন শিশুসহ আরো দু’জন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো: রাসেল জানান, সকাল ৯টা ২৫ মিনিটে ঈদগাহ মাঠের পাশে ৬ এর এ নম্বর রোডে একটি ১২ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনের ধোঁয়ায় শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে হাসপাতালে ভর্তি নেয়া হলে একজন বৃদ্ধ মারা যান।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।