দ্রুত ফিফটি তুলে নিলেন শান মাসুদ

February 08 2020, 08:33

Pakistan's Shan Masood celebrates after scoring a century (100 runs) during the third day of the second Test cricket match between Pakistan and Sri Lanka at the National Cricket Stadium in Karachi on December 21, 2019. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

অর্ধশত করেছেন পাকিস্তানের ওপেনার শান মাসুদ। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দ্রুত হাফসেঞ্চুরি করেন তিনি। ৫৪ বলে ৯ বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি করেন।

মাসুদের টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি এটি। এখন ৫৩ রান নিয়ে ব্যাট করছেন। সাথে আছেন অধিনায়ক আজহার আলী। তিনি ২৫ রান করছেন।

পাকিস্তানের সংগ্রহ ১৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৮১ রান।

এর আগে সকালে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার আবিদ আলী। আবু জায়েদ রাহীর বলে শূন্য হাতে ফিরে যান তিনি।

এর আগে শুক্রবার প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।