দৌলতদিয়ায়-পাটুরিয়া ফেরি চলাচল শুরু, পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক গাড়ি

December 21 2019, 06:29

কুয়াশা কিছুটা কমে গেলেও আজ শনিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। তবে ফেরি চলাচল শুরু হলেও দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। শুধু দৌলতদিয়া ঘাটেই পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসাতে দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল্লা রনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসাতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নদীতে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট পারের জন্য অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। ঘাটে পারাপারের জন্য ১৪টি ফেরি আছে।ঘণ্টাখানেকের ভেতর আটকে থাকা গাড়িগুলো পার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

এদিকে পদ্মা পারের রাজবাড়ীতে গত তিন দিন ধরে প্রচন্ড শৈত্য প্রবাহ ও ঘন কোয়াশায় জেকে বসেছে শীত। দেখা মিলছে না সূর্যর আলোর। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা।