দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ৩৯১ জন

June 13 2020, 11:27

করোনাভাইরাস মহামারির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৯১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, শনিবার ভোর ৪টা ৩৬ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

এর আগে গত ৩১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন সে দেশে আটকে পড়া ২৬২ জন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ারপাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।

এরই মধ্যে সৌদি আরব, থাইল্যান্ড, ব্রিটেন, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শত বাংলাদেশি দেশে ফিরেছেন।