দেশের কোন জেলায় কতজন করোনা রোগী

April 04 2020, 03:25

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত জেলাগুলোর পরিসংখ্যান তালিকা প্রকাশ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইডিসিআর)।

তাদের পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত ৯টি জেলায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পরেছে। জেলাগুলো হলো : ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা, কক্সবাজার, গাইবান্ধা ও রংপুর।

এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত জেলা ঢাকা বিভাগে রয়েছে। মূলত ওই জেলাগুলোতে বেশি সংখ্যক বিদেশ ফেরত মানুষ রয়েছে।

এর মধ্যে ৩৬ জন আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে ঢাকাতেই। মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে ৬, গাইবান্ধায় ৪ ও অবশিষ্ট জেলাগুলো বাকি আক্রান্তরা ধরা পড়েছে।

ঢাকা জেলার মনিপুর ও বাসাবোতে সব থেকে বেশি সংক্রমণ দেখা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা মোট ছয় জন।

সূত্র : আইইডিসিআর