দেশি মাছের বাজার
সূর্য ওঠার আগেই শুরু হয় জনসমাগম। মাত্র ৩ ঘণ্টা সময়। এরধ্যেই কোটি টাকার বেচা-কেনা হয় মানিকগঞ্জে সদর উপজেলার তরা মৎস্য আড়তে। সেখানে পাওয়া যায় ছোট-বড় দেশি মাছ। দামও কম।
মানিকগঞ্জ ছাড়াও টাঙ্গাইলের নাগরপুর, ঢাকার সাভার, নবাবগঞ্জসহ বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী সেখানে যান মাছ কিনতে।
নেন নেন ভাই, তাজা মাছ। হাঁকডাক করছেন মাছ ব্যবসায়ী
দর-দামে ব্যস্ত ক্রেতা-বিক্রাতা
আড়তে আছে বড় মাছও
তাজা বড় কাতল মাছ কিনেছেন এই ক্রেতা
ছোট মাছ কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ী
প্রতিদিন প্রায় ৫০০ লোকের সমাগম ঘটে এই আড়তে