দুই সন্তানের মাকে নিয়ে উধাও : সেই যুবলীগ নেতা কারাগারে
বরগুনার পাথরঘাটায় দুই সন্তানের জননী রুশিয়াকে নিয়ে উধাও হয়ে যাওয়া যুবলীগ নেতা রাসেল চাপরাশিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে পাথরঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আালতে পাঠানো হয়। আদালতের আদেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত যুবলীগ নেতা রাসেল চাপরাশি পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই এলাকার মৃত মিন্টু চাপরাশির ছেলে।
জানা গেছে, যুবলীগ নেতা রাসেল ও রুশিয়া পরকীয়ার টানে প্রথমে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর পাশের উপজেলা তালতলী পালিয়ে যায়। সেখানকার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রুশিয়ার স্বামী খলিলুর রহমান তাকে ঘরে তুলে নেন। এরপর গত ৭ জানুয়ারি রাসেল ও রুশিয়া আবারো পালিয়ে যান।
এরপর রুশিয়ার স্বামী খলিলুর রহমান পাথরঘাটা থানায় সাধারণ ডায়রি ও পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা দায়ের করেন। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক হাকিম সুব্রত মল্লিক বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত যুবলীগ নেতা রাসেল চাপরাশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন জানান, থানায় মামলা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে যুবলীগ নেতা রাসেল চাপরাশিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।