দল নিবন্ধন আইনের খসড়া চূড়ান্ত করার বৈঠক বুধবার
রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত করতে আগামী বুধবার (২৬ আগস্ট) ৭০তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সভাকক্ষে বেলা ১১টায় অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে ইতোমধ্যে নোটিশ দিয়েছেন ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. সাবেদ উর রহমান।
এতে বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের ৭০তম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
সভার আলোচ্যসূচি হচ্ছে- রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০ এর বিষয়ে প্রাপ্ত মতামতের ওপর আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছে, প্রাথমিক খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য সব নিবন্ধিত রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামত আহ্বান করা হয়েছিল। এখন তাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে, আইনে কোন বিষয় অর্ন্তভুক্ত হবে।
দল নিবন্ধনে বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশের একটি অধ্যায়ের বিধান অনুসরণ করা হয়। কিন্তু নুরুল হুদা কমিশন সেটা বিলুপ্ত করে সম্পূর্ণ বাংলায় প্রথমবারের মতো নতুন একটি পৃথক আইন প্রণয়নে হাত দিয়েছে। এতে নিবন্ধনের কিছু শর্ত কঠিন এবং কিছু শর্ত সহজ করে একটি খসড়া দাঁড় করিয়েছে ইসি।