দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের চেয়ে আরোগ্যের সংখ্যা বেশি
করোনা ভাইরাসে চীনের পর অন্যতম বৃহত্তম ক্ষতিগ্রস্থ দেশ দক্ষিণ কোরিয়ায় শুক্রবার প্রথম নতুন করে আক্রান্তের চেয়ে আরোগ্যের সংখ্যা বেশি পরিলক্ষিত হয়েছে। গত ৩ সপ্তাহে মধ্যে সেখানে নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।
কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) বৃহস্পতিবার মোট ১১০ জন নতুন আক্রান্ত ও ১৭৭ জনের একদিনে পুরোপুরি আরোগ্যের খবর নিশ্চিত করেছে।
সেখানে এখন মোট ৭ হাজার ৯৭৯ জন রোগী আরোগ্য লাভ করেছে।
দক্ষিণ কোরিয়ায় সার্বজনীন উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেখানে করোনা ভাইরাস পরীক্ষায় বড় ধরনের অভিযান চালানো হয়েছে।
কর্মকর্তারা জানান, উৎপত্তিস্থল দিয়াগু এবং প্রতিবেশী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিয়াংসাং-এর পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। দক্ষিণ কোরিয়ার শতকরা ৯০ ভাগ করোনায় আক্রান্ত রোগী এই দুই অঞ্চলের বাসিন্দা।
দিয়াগু পরিস্থিতি মোকাবেলার নেতৃত্ব প্রদানকারী প্রধানমন্ত্রী চুং সাই-ক্যুন, সরকারকে ‘কোনো প্রকার আত্মতুষ্টির সুযোগ নেই’ বলে সতর্কতা জানান।
সরকার প্রতিদিন সকালে আগের দিন কতজন রোগী সনাক্ত হয়েছে তার ঘোষণা দেন। সম্প্রতি মার্চের গোড়ার দিকে পরিসংখ্যান ৫/৬ শ-এর নীচে থাকায় এই ভাইরাস নিয়ন্ত্রণে আশার সঞ্চার করছে।
কেসিডিসি ঘোষণা দিয়েছে নতুন আক্রান্তের সংখ্যা ১১০ যা ২১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সংখ্যায় সবচেয়ে কম ।
এদিকে, সেখানে নতুন আরেক জনের মৃত্যুতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জন।
সূত্র : বাসস