দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের নতুন রেকর্ড

July 06 2020, 03:36

মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে দক্ষিণ আফ্রিকায়। গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে রেকর্ড ১০ হাজার ৮৫৩ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়ানোর পর একদিনে সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেওয়েলি এমখিজে জানিয়েছেন ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৫৩ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯৭৭ জন। এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২৬ জন। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৪ জন। তার মধ্যে ৩০ জনই ইস্টার্ন কেপ প্রদেশের ও ৪৩ জন ওয়েস্টার্ন কেপ প্রদেশের। সেরে উঠেছে ৯১ হাজার ২২৭ জন। সেরে ওঠার হার ৪৮.৫ শতাংশ।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় শীতের মৌসুম চলছে। সে কারণে কর্তৃপক্ষ ধারনা করছে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। করোনার বিরুদ্ধে লড়তে ইতিমধ্যে তারা বেশ কিছু ফিল্ড হাসপাতাল ও আইসোলেশন সেন্টার প্রস্তুত করেছে।