তুরস্কপন্থী বিদ্রোহীদের পাল্টা হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ১৫ যোদ্ধা নিহত
রাশিয়ার বিমান হামলার জবাবে তুরস্কপন্থী সিরিয়ার বিদ্রোহীদের পাল্টা হামলায় মস্কো সমর্থিত দেশটির সরকারি বাহিনীর ১৫ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
সিরিয়ার সর্বশেষ প্রধান বিদ্রোহী ঘাঁটি ইদলিবে তুরস্ক সীমান্তবর্তী ফয়লাক আল-শাম শাখার একটি প্রশিক্ষণ শিবিরে মস্কোর সোমবারের বিমান হামলায় ৭৮ বিদ্রোহী যোদ্ধা নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়। এরপর ইদলিবভিত্তিক আঙ্কারা সমর্থিত আমব্রেলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এনএলএফ) পাল্টা হামলার অঙ্গীকার ব্যক্ত করে। এ ফ্রন্টে ফয়লাক আল-শাম রয়েছে।
ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিবের দক্ষিণ ও পূর্বে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় তুরস্ক সমর্থিত এনএলএফের বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আসাদ সরকারের ১৫ যোদ্ধা নিহত হয়েছে।
এনএলএফ মুখপাত্র সাজি মোস্তফা এএফপি’কে বলেন, বিশেষ করে ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চল এবং হমা প্রদেশের উত্তরাঞ্চলে সরকারি সেনাদের অবস্থান লক্ষ্য করে এনএলএফ তাৎক্ষণিকভাবে হামলা চালায়।
তিনি আরো বলেন, ‘পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবং এ হামলা আরো জোরদার করা হবে।’ বাসস