তাহিরপুরে ৪৫০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা

April 26 2020, 10:31

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাড়ে চার শ’ শ্রমজীবি পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছেন দু’জন সমাজ সেবক ও ব্যবাসায়ী। তারা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও (বড়বাড়ি) গ্রামের দুই ভাই সাবেক মেম্বার রণজিৎ পাল (রণ) এবং তার ভাই রনধীর পাল (বেনু)।

জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তেলীগাঁও নিজ গ্রামসহ আশপাশের সাড়ে চার শ’শ্রমজীবি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে গত কয়েক দিনে এই নগদ অর্থ সহায়তার করেছেন। এ সময় স্থানীয়গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

নগদ অর্থ সহায়তা পেয়ে অনেকেই বলেন, কাজ নেই ঘরে টাকাও নেই এই সময় এই অর্থে খুবই উপকার হয়েছে।

রণজিৎ পাল (রণ) এবং রনধীর পাল বেনু জানান, নিজেদের সামর্থ অনুযায়ী চেষ্টা করেছি বর্তমান পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়াতে। এলাকার মানুষদের প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে অবহেলা না করে স্বাস্থ্যবিধি মেনে চলতে, নিজ নিজ ঘরে অবস্থান করে নিজে, পরিবার, প্রতিবেশী ও এলাকাবাসীকে সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছি।