তালিকা সবে শুরু হয়েছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
‘তালিকা সবে শুরু হয়েছে, আগামীতে আরো সতর্কভাবে তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনি বলেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার দায়ভার আমরা অস্বীকার করিনি। সে কারণে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং সেটা সংশোধন করার কথা বলেছি।
বুধবার দুপুরে মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তালিকা করা হয়েছে। তাদের দেয়া তথ্যের কোন সংযোজন বিয়োজন আমরা করিনি। আর তালিকায় নাম আসা মুক্তিযোদ্ধার মধ্যে যদি কেউ সংশোধনের আবেদন না করেন, সেটি আমরা নিজ উদ্যোগে সংশোধন করে দিব।
মন্ত্রী আরো বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজারের অধিক বাড়ি নির্মাণ করে দেবে। প্রতিটি বাড়িতে খরচ হবে ১৬ লাখ টাকা করে। সমাবেশ তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা অংশ নেয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডুর সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হানজালা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বক্তব্য রাখেন।