তাজিকিস্তানে সীমান্ত চৌকিতে হামলা : নিহত ১৭

November 06 2019, 12:57

তাজিকিস্তানের একটি সীমান্ত পোস্টে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭জন নিহত হয়েছে। নিহতদের প্রায় সবাই হামলাকারী।
মঙ্গলবার রাতে তাজিকিস্তান-উজবেকিস্তান সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন তাজিকিস্তানের এবং বাকি ১৫ জন উজবেকিস্তানের হামলাকারী বলে কর্তৃপক্ষের বরাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

তাজিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় তাদের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য এবং এক পুলিশ সদস্য নিহত হলে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।এতে ১৫ হামলাকারী নিহত ও ৪ হামলাকারী আটক হয়েছে।

মঙ্গলবার রাতে মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী সীমান্তের তল্লাশি চৌকিতে হামলা চালায়। সীমান্তরক্ষী বাহিনী সেই হামলা প্রতিহত করেছে। তাতে ১৫ জন হামলাকারী নিহত হয়েছে। তবে গোলাগুলিতে তাদের দুজন নিরাপত্তারক্ষীও নিহত হয়।