ঢাবি ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না
ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পেশি শক্তিধরদের ক্যাম্পাস নয়, সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। তাই যারা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের ঠাঁই ঢাবিতে হবে না বলে হুশিয়ারি দিয়েছেন সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের নেতারা
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে আয়োজিত ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যে’ আয়োজিত পদযাত্রায় নেতারা এসব কথা বলেন।
পদযাত্রায় ছাত্র নেতারা বলেন, ঢাকসু ভবনে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ভিপি নূর ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলা করে প্রমাণ করেছে তারা ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চায়। এখানে শুধু ছাত্র নেতারা নন সাধারণ শিক্ষার্থীরাও কীভাবে নিরাপদ থাকবেন সেটাও এখন প্রশ্ন হয়ে উঠেছে। একই সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্র-ছায়ায় ক্যাম্পাসে সন্ত্রাসী ও দখলদারিত্বের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন। এর আগে ঢাবি ক্যাম্পাসে ১২টি সংগঠনের সমন্বয়ে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ ঘোষণা করা হয়। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদি), বিপ্লবি ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবি ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, ছাত্র গণমঞ্চ।