ঢাবিতে ছাত্রদলের ওপর ফের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের একটি স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
ছাত্রদলের এক কর্মী বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামলের নামে একটি ফেক ফেসবুক আইডি দিয়ে ‘৭৫ এর হাতিয়ার এক হও, ৮১ শক্তিরা গর্জে ওঠো আরেকবার’ বলে পোষ্ট করা হয়েছিল। আমরা ইতোমধ্যে এই ফেক আইডি সম্পর্কে সংবাদ সম্মেলন করেছি। আমরা সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করেছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়।
ছাত্রদলের আর একজন কর্মী বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা আমাদের উপর হামলা করেছে, এতে রাব্বানীর নির্দেশ রয়েছে বলে মনে করি। পরে তাতে ছাত্রলীগের কর্মীরাও যোগদান করে।’
উল্লেখ্য, এর আগে সম্প্রতি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।