ঢাকা ছাড়ছেন থাইল্যান্ডের আরও ৮৯ নাগরিক

June 25 2020, 06:54

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আরও ৮৯ জন থাইল্যান্ডের নাগরিক বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাস জানায়, বেলা দেড়টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে থাই লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর ৮১২৬)। এটি দূতাবাসের আয়োজনে করোনা পরিস্থিতির মধ্যে চতুর্থ বিশেষ ফ্লাইট।

বিমানবন্দরে রাষ্ট্রদূত ও দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাইল্যান্ডের নাগরিকদের বিদায় জানাবেন।

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়তে যাওয়া যাত্রীদের কোভিড-১৯ সনদ প্রদান করছে দূতাবাস। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

থাইল্যান্ডের নাগরিকদের স্বাচ্ছন্দ্যে দেশে ফেরত পাঠানোয় সর্বাত্মক সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস।

দূতাবাস গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো থাই লায়ন এয়ারের বিশেষ ফ্লাইটে ৩৫ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। এরপর ১৪ মে দ্বিতীয় দফায় ১৯৭ ও ২৩ মে তৃতীয় দফায় ১৫৪ জনকে দেশটিতে নিয়ে যাওয়া হয়।