ঢাকার প্রবেশ পথ বাবুবাজার বন্ধ

April 05 2020, 17:38

দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং লোকজন লকডাউন না মানায় রোববার ঢাকার প্রবেশ পথ বাবুবাজার ও ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলাসহ দুটি ব্রিজে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান, দিনদিন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং লোকজন লকডাউন মানছে না।  কারণে অকারণেই গাড়ি নিয়ে রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে।  লোকজন লকডাউন  নামানায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

তবে জরুরি সেবা, আইন শৃঙ্খলা বাহীনি, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম, খাদ্যবাহী যান চলাচল আব্যাহত রয়েছে। লকডাউন বাস্তবায়নে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও নৌ-পুলিশের সদস্যরা টহলে রয়েছেন বলে জান তিনি।

সূত্র : ইউএনবি